শিব লিঙ্গ জড়িয়ে বিষধর সাপ, তাই দেখতেই ভিড় মানুষের

  • শিব লিঙ্গ জড়িয়ে রয়েছে বিষধর সাপ
  • তাই দেখতে ভিড় জমে যায় মানুষের
  • বাঁকুড়ার ইন্দাস থানার বেতালন গ্রামে দেখা গেল এমনটাই
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও

Share this Video

শিব লিঙ্গ জড়িয়ে রয়েছে বিষধর খরিশ সাপ। আর তাই দেখতেই ভিড় জমে যায় গ্রামের মানুষদের। বাঁকুড়ার ইন্দাস থানার বেতালন গ্রামে দেখা যায় এই ঘটনা। ঘটনাটি প্রথমে সেখানকার সেবায়িতের নজরে আসে। প্রতি দিনের মতই বৃহস্পতিবার সকালেও তিনি ওই মন্দিরের নিত্যকর্মের জন্য সেখানে যান। সেখানে গিয়েই তিনি লক্ষ্য করেন শিব লিঙ্গ জড়িয়ে আছে একটি বিষধর খরিশ সাপ। শুধু তাই নয় শিব লিঙ্গের ত্রিশূল জড়িয়ে ফনা তুলছে সাপটি। অন্যদিকে ওই দিন মহালয়া হওয়ায় হৈচৈ পড়ে যায় সেখানে। মহালয়ার পুন্য লগ্নে এমন কান্ড দেখতে ভিড় জমে যায় মন্দির চত্বরে।

Related Video