Asianet News BanglaAsianet News Bangla

বিরল ঘূর্ণিঝড়ে আতঙ্কিত গ্রামবাসী, এক নজরে দেখেনিন সেই ভিডিও

Aug 25, 2020, 12:21 PM IST

এক ঘূর্নিঝড়ের ভয় কাটতে না কাটতেই আরাক ঘূর্নিঝড় এসে হাজির। এবারের এই ঘূর্ণিঝড় ছিল একটু আলাদা। প্রবল ঘুর্নিঝড়ের এই বিরল দৃশ্য দেখা যায় বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের তালসাগরা গ্রামে। সোমবার বিকেলে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল সেখানে। বৃষ্টির মাঝেই আচমকা মানুষ প্রত্যক্ষ করেন গ্রাম লাগোয়া ধানজমিতে ঘুর্নির আকারে বাতাস উপরে উঠে যাচ্ছে। আগে এমন ঘূর্নিঝড় না দেখায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। প্রায় তিন মিনিট স্থায়ী হয় ঘুর্নি। স্থানীয় ভাবে জানা গিয়েছে ঝড়টি তালসাগড়ায় সৃষ্টি হয়ে পার্শ্ববর্তী সালনা ও বাড়াবন হয়ে আকড়াশাল পর্যন্ত যায়। আকড়াশালের পরে আর কোথাও দেখা যায়নি এই ঝড়। তবে ঝড়ের ফলে এখনও  ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।

Video Top Stories