Eel Fish : অদ্ভুত দেখতে মাছ ধরা পড়ল জেলেদের জালে, মাছ দেখতে রীতিমত ভিড় জমে গেল
অদ্ভুত দেখতে মাছ ধরা পড়ল জেলেদের জালে। সকালে রূপনারায়ণ নদীতে জাল দিলে, সেই জালে ওঠে এই 'বিরল' প্রজাতির মাছে। শোল মাছের আকৃতির এই মাছটি, কিন্তু শোল মাছ নয়। লম্বায় প্রায় ৪ ফুট, ওজন ১৮ কেজি। এই 'বিরল' প্রজাতির মাছ দেখতে রীতিমত ভিড় জমে যায়। পরবর্তীতে মৎস্য বিশেষজ্ঞরা জানান, এটি একটি ভিন্ন প্রজাতির ইল মাছ। বড় বড় নদীতে এদের বাস, খুব একটা জালে ধরা পরে না।
অদ্ভুত দেখতে মাছ ধরা পড়ল জেলেদের জালে। সকালে রূপনারায়ণ নদীতে জাল দিলে, সেই জালে ওঠে এই 'বিরল' প্রজাতির মাছে। শোল মাছের আকৃতির এই মাছটি, কিন্তু শোল মাছ নয়। লম্বায় প্রায় ৪ ফুট, ওজন ১৮ কেজি। এই 'বিরল' প্রজাতির মাছ দেখতে রীতিমত ভিড় জমে যায়। পরবর্তীতে মৎস্য বিশেষজ্ঞরা জানান, এটি একটি ভিন্ন প্রজাতির ইল মাছ। বড় বড় নদীতে এদের বাস, খুব একটা জালে ধরা পরে না।