Asianet News BanglaAsianet News Bangla

ঠোকরাচ্ছিল কাকের দল, বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হল বসিরহাটে

Jan 9, 2020, 3:53 PM IST

একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হল বসিরহাটে। আহত অবস্থায় বসিরহাট থানার ৪ নম্বর ওয়ার্ডের ধলিতলা এলাকায় একটি আম গাছের ডালে আশ্রয় নিয়েছিল পেঁচাটি। বিরল প্রজাতির পেঁচাটিকে দেখেই তাকে ঠোকরাতে শুরু কের কয়েকটি কাক। তখনি আহত পেঁচাটি পড়ে যায় গাছের ডাল থেকে। স্থানীয় পক্ষিপ্রেমী শম্ভু অধিকারী পেঁচাটিকে উদ্ধার করে। খবর দেওয়া হয় বন দফতরেও। বিরল প্রজাতির পেঁচাটিকে দেখতে স্থানীয়রা ভিড় জমান এলাকায়।