বিদ্যালয়ে না এসেও বেতন পাচ্ছেন এক স্কুল শিক্ষিকা, ক্ষুব্ধ অভিভাবকরা, অভিযোগের তিরে সাব ইন্সপেক্টর

বীরভূমের অনুব্রত মণ্ডলের মেয়ের ছায়া পড়লো এবার পাথরপ্রতিমার পুর্ব বনশ্যামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে,  স্কুলে না এসে বেতন পাচ্ছেন এক স্কুল শিক্ষিকা, ক্ষোভে ফেটে পড়ছে অভিভাবকরা

Share this Video

২০২১ সালের ২০ শে জুলাই এক স্কুলে যোগ দিয়েছিলেন মুন্না কুণ্ডু নামে শিক্ষিকা | কিন্তু তিনি আর স্কুলে আসেননি, বাড়িতে বসেই বেতন পেয়ে যাচ্ছেন | পাথরপ্রতিমার পুর্ব বনশ্যামনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা | আর বেতন পাওয়ার মূলে রয়েছেন সাব ইন্সপেক্টর চৈতন্য দেব সাহা | এমনই মারাত্মক অভিযোগ অভিভাবক ও ওই স্কুলের প্রধান শিক্ষিকার | এমনকি সাব ইন্সপেক্টর প্রধান শিক্ষিকাকে নির্দেশ দেন ওই শিক্ষিকার আগের মত করে কর্মদিনও দেখাতে

Related Video