লক্ষ্মী পুজোর সকালে এক অলৌকিক ঘটনা, পুকুর থেকে উদ্ধার হল পাথরের দেবী মূর্তি
- লক্ষ্মী পুজোর সকালে ঘটল এক অলৌকিক ঘটনা
- পুকুর থেকে উদ্ধার হল এক পাথরের দেবী মূর্তি
- আর তাই দেখতেই সেখানে ভিড় জমেছে গ্রামবাসীদের
- এক নজরে দেখে নিন সেই দেবী মূর্তির ভিডিও
লক্ষ্মী পুজোর সকালে ঘটল এক অলৌকিক ঘটনা। সকাল সকাল পুকুর থেকে উদ্ধার হল এক পাথরের দেবী মূর্তি। এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের তমলুকের টুলা গ্রামের বাসিন্দা আনন্দ মোহন সাহু। এই ঘটনা জানাজানি হতেই সেখানে ভিড় জমে সাধারণ মানুষের। এমনকি ফুল, ধূপ কাঠি জ্বালিয়ে সেখানে চলছে পূজো, পড়ছে প্রনামীও।
ঘটনার সূত্রপাত, শুক্রবার সকালে টুলা গ্রামের বাসিন্দা আনন্দ মোহন সাহু পুকুরে কিছু ভাসতে দেখেন। কাছে যেতেই তিনি লক্ষ করেন একটি পাথরের মূর্তি ভাসছে জলে। তারপরে অনেক চেষ্টাতেও তিনি নাকি তুলতে পারেননি সেই মূর্তি। পরে তাঁর পরিবারের সকলের চেষ্টায় জল থেকে তোলা হয় সেই মূর্তি। মূর্তি তুলে নিজের বাড়ির মন্দিরেই রেখেছেন তিনি।
আরও পড়ুন: ধনসম্পদের দেবী লক্ষ্মীর আরাধোনায় অভিনেত্রী দেবলীনা কুমার, এক নজরে দেখে নিন ভিডিও
আর তাই দেখতেই সেখানে ভিড় জমেযায়। গ্রামবাসীদের ধারনা ঠাকুর দেখা দিয়েছে। তাদের কথায় পাথর জলে ভাসতে পারেনা। যদিও বিজ্ঞানের ভাষায় এর কোনো যৌক্তিকতা নেই তবুও গ্রামের মানুষরা রিতিমত পূজার্চনা শুরু করে দিয়েছেন। তাঁদের ধারনা করোনা মহামারি দূর করতেই হয়ত এমন অলৌকিক ঘটনা ঘটেছে।