ট্রেন দুর্ঘটনার মুখ থেকে প্রৌঢ়কে উদ্ধার রেল পুলিশের দুই মহিলা কর্মীর, রোমহর্ষক ভিডিও ভাইরাল
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে প্রৌঢ়। বৃদ্ধকে বাঁচাতে ছুটে যান রেল পুলিশের দুই মহিলা কর্মী। রবিবার রাত তিনটে নাগাদ ঘটনাটি ঘটে মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ঘটনাটি ঘটে। সিসিটিভিতে ধরা পড়ে ঘটনার মুহূর্তের রোমহর্ষক ছবি।
মেদিনীপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে মাথা ঘুরিয়ে ট্রেন স্টেশনের মাঝে প্রৌঢ়। দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে মৃত্যুর মুখ থেকে রক্ষা করে রেল পুলিশের দুই মহিলা কর্মী। রবিবার রাত প্রায় তিনটে নাগাদ ঘটনাটি ঘটে মেদিনীপুর স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে। পুরো ঘটনার চিত্র ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। গত দু'বছরে তিনবার রেল কর্মীদের তৎপরতায় তিন জনের প্রাণ বাঁচালেন রেলকর্মীরা। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে মেদিনীপুর স্টেশনে প্রবেশ করে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। ওই সময় ট্রেনের গতি কমতেই একটি বগি থেকে দরজার কাছে পড়ে যেতে দেখা যায় এক প্রৌঢ়কে। ওই সময় প্লাটফর্মে কাজ করছিলেন মহিলা রেল পুলিশ কর্মীর কয়েকজন। তারা ওই প্রৌঢ়কে টেনে সেখান থেকে উদ্ধার করেন। তাঁকে বসিয়ে প্রাথমিক চিকিৎসা করেন তারাই। এরপর বিভাগীয় আধিকারিকদের সহযোগিতা নিয়ে পুনরায় সুস্থ করে তার গন্তব্যে যাওয়ার জন্য পাঠিয়ে দেন। রেল পুলিশ জানিয়েছে আত্মারাম নামদেও(৫৫) নামে ওই প্রৌঢ় পুরুলিয়া যাচ্ছিলেন। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। ঘটনায় মৃত্যুর হাত রক্ষা পয়েছেন প্রৌঢ়।