আবারও প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা, এবার শ্লীলতাহানির শিকার এক গৃহবধূ
- আবারও প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা
- এবার শ্লীলতাহানির শিকার হলেন এক গৃহবধূ
- ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার গোবিন্দপুর গ্রামে
- শৌচালয়ে গিয়ে শ্লীলতাহানির শিকার হন তিনি
হাথরসের ঘটনার পর যখন মহিলাদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। ঠিক সেই সময়েই একের পর এক মহিলাদের ওপর নির্যাতনের ছবি উঠে আসছে। এবার এমনই এক ঘটনা ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার গোবিন্দপুর গ্রামে। সেখানে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক গৃহবধূ। অভিযোগ, প্রতিবেশী দুই যুবক বেশ কিছুদিন ধরেই ওই মহিলাকে কুপ্রস্তাব দিত। ঘটনার দিন রাতে মহিলা বাড়ির বাইরে শৌচালয়ে গিয়েছিলেন আর ঠিক সেই সময়েই ওই দুই যুবক এসে তাঁকে কুপ্রস্তাব দেয়। সে তাঁদের প্রস্তাবে আপত্তি জানালে প্রথমে তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয় ও তার পরে তাঁকে মারধর করে। এমনকি মেরে তাঁর মাথাও ফাটিয়ে দেয় তারা। অভিযুক্ত দুই যুবকের না মন্টু মন্ডল ও উত্তম মন্ডল। মা -কে বাঁচাতে এসে আক্রান্ত হয় মহিলার ছেলে ও পুত্রবধূও। ওই মহিলা এখন টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার ছেলে ইতিমধ্যেই হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের অনুমান দুই যুবক গৃহবধূর পূর্ব পরিচিত। তবে ঘটনার তদন্তে নেমে সব দিকটাই খতিয়ে দেখছে পুলিশ।