মহিলার গোপন মুহূর্তের ছবি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
গোপন মুহূর্তের ছবি প্রকাশের ভয় দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার একটি বেসরকারি সংস্থার মালিক। অভিযুক্ত সুনীল জয়স্বলকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
চলতি বছর এপ্রিল মাসের ১৪ তারিখ বরনগরের বাসিন্দা ৩৫ বছরের এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তিনি বাগুইহাটি এলাকার এস এস ট্রাভেলস অ্যান্ড ইনফোকম প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থায় ২০১০ সাল থেকে কাজ করতেন। সেই কাজের সূত্র ধরেই ওই সংস্থার কর্ণধার ৪৩ বছর বয়সের সুনীল জয়স্বলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ওই মহিলার। সেই সম্পর্ক চলাকালীন বেশকিছু গোপনীয় মুহূর্তের ছবি ক্যামেরা বন্দী করে সুনীল। এরপরই ওই মহিলাকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ করে দেওয়ার ব্ল্যাকমেল করে ৮টি ক্রেডিট কার্ড তৈরি করায় সুনীল। তবে প্রতিটি ক্রেডিট কার্ডে সুনীলের ফোন নম্বর রেজিষ্টার করানো হয়। গত ২০২১ সালের এপ্রিল মাস থেকে এই মহিলাকে কাজ থেকে সরিয়ে দেওয়ার জন্যে প্রস্তুতি শুরু করে সুনীল বলে মহিলার দাবি। সেই সময় ছবি এবং ক্রেডিট কার্ড গুলি ফেরত চায় ওই মহিলা। তবে সেই কার্ড এবং ছবি মহিলাকে ফেরত না দিয়ে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই ৮টি ক্রেডিট কার্ড থেকে ১৫ লক্ষ টাকা তুলে নেয় অভিযুক্ত। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দারস্ত হন মহিলা। এরপরই তদন্ত শুরু করে গতকাল বাগুইহাটি এলাকার ওই অফিসে হানা দেয় সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে বড়বাজারের বাসিন্দা সুনীল জয়স্বলকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।