মোবাইল চোর সন্দেহে রাস্তায় যুবককে গণপিটুনি দুই তরুণীর

  • ফের মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনি
  • কুলটির রাস্তায় এক যুবককে বেধড়ক মার দুই তরুণী
  • স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পান আক্রান্ত যুবক
  • হামলাকারী দুই তরুণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়  

/ Updated: Oct 15 2019, 05:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


মোবাইল চোর সন্দেহে ফের এক যুবককে গণপিটুনি, আসানসোলের কুলটিতে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, কুলটির লছিপুর গেট এলাকার জিটি রোড দিয়ে প্রায় বিবস্ত্র অবস্থায় এক যুবক মারতে মারতে নিয়ামতপুর ফাঁড়ির দিকে নিয়ে যাচ্ছেন দুই তরুণী।  এলাকারই কয়েকজন যখন প্রতিবাদ করেন, তখন ওই দুই তরুণী জানান, আক্রান্ত যুবক মোবাইল চোর। চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে সে।  কিন্তু আইন তো নিজের হাতে তুলে নিতে পারেননি নাগরিক! স্থানীয় বাসিন্দারাই নিয়ামতপুর ফাঁড়িতে খবর দেন। আক্রান্ত যুবককে উদ্ধার করে পুলিশ। এদিকে যে তরুণী মোবাইল চোর সন্দেহে ওই যুবককে মারধর করছিলেন, তাঁদেরকে উপর পাল্টা চড়াও হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। শেষপর্যন্ত ওই তরুণীকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার উত্তেজনা ছড়িয়ে পড়ে কুলটি লছিপুর গেট এলাকায়।