Abhishek Banerjee : 'আমি থাকলে মাথার উপরে শুট করতাম' আক্রান্ত ACP-র ধৈর্যকে কুর্নিশ জানিয়ে অভিষেকের মন্তব্য

'আমি থাকলে মাথার উপরে শুট করতাম' আক্রান্ত ACP-র ধৈর্যকে কুর্নিশ জানিয়ে অভিষেকের মন্তব্য। অভিষেক বলেন, 'দেবজিৎ বাবুকে বললাম, আমি আপনাকে স্যালুট জানাই, আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলত, আমি মাথার উপরে শুট করতাম।' অভিষেক বন্দ্যোপাধ্যায় SSKM-এ গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিককে দেখে, বেরিয়ে এসে তিনি বলেন, 'পুলিশের কাছে সহজ উপায় ছিল। পুলিশ তো কাল পারত, গুলি চালাতে। এটাই পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ ধৈর্য, সংবেদনশীলতা, সংযমের পরিচয় দিয়েছে।' 

Share this Video

'আমি থাকলে মাথার উপরে শুট করতাম' আক্রান্ত ACP-র ধৈর্যকে কুর্নিশ জানিয়ে অভিষেকের মন্তব্য। অভিষেক বলেন, 'দেবজিৎ বাবুকে বললাম, আমি আপনাকে স্যালুট জানাই, আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলত, আমি মাথার উপরে শুট করতাম।' অভিষেক বন্দ্যোপাধ্যায় SSKM-এ গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিককে দেখে, বেরিয়ে এসে তিনি বলেন, 'পুলিশের কাছে সহজ উপায় ছিল। পুলিশ তো কাল পারত, গুলি চালাতে। এটাই পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ ধৈর্য, সংবেদনশীলতা, সংযমের পরিচয় দিয়েছে।' 

Related Video