বিজেপি কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত কলকাতা পুলিশের এসি, ঘটনা ঘিরে শোরগোল বিভিন্ন মহলে

বিজেপির নবান্ন অভিযান কর্মসূতে গুরুতরভযবে জখম কলকাতা পুলিশের অন্তত ৩০ জন কর্মী। শুধু তাই নয় রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার  দেবজিৎ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার দুপুরে নেটমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োয় এমনই দৃশ্য দেখা যায়। ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। পুলিশের অভিযোগ আক্রমণকারীরা বিজেপির কর্মী-সমর্থক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কলকাতা পুলিশের এসি দেবজিৎ চট্টোপাধ্যায়কে। বড় বাজার থানায় এই মর্মে একটি মামলাও দায়ের করা হয়েছে।

/ Updated: Sep 14 2022, 12:41 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মঙ্গলবার দুপুরে নেট মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে হেলমেট পরা এক পুলিশ কর্মীর দিকে লাঠি, পাথর হাতে তেরে আসছেন কয়েকজন। শুরু হয় এলোপাথারি মারধর। তাঁদের বেশিরভাগের হাতেই বিজেপির পতাকা। ক্যামেরায় দেখা যায় আক্রান্ত পুলিশ কর্মী হলেন  কলকাতা পুলিশের এসি দেবজিৎ চট্টোপাধ্যায়। আগে হেয়ার স্ট্রিট থানার ওসি ছিলেন দেবজিৎ। ভিডিও-এ দেখা যায় তিনি দৌড়নোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করা। তাঁকে রীতিমত রাস্তায় ফেলে এলোপাথারি লাঠি চালানো হয়। দুই পুলিশ কর্মীর চেষ্টায় কোনও মতে নিগ্রহকারীদের হাত থেকে উদ্ধার করা হয় দেবজিৎকে।