Asianet News BanglaAsianet News Bangla

পচা কুমড়ো ও পোকা পটলের খিচুড়ি খাওয়ানো হচ্ছিল বাচ্চাদের!

নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে উত্তাল রহিপুর গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র। উঃ ২৪ পরগনার আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রহিপুর গ্রামের ঘটনা। পচা, পোকা লাগা কুমড়ো, পটল, সবজি দিয়ে খিচুড়ি রান্নার অভিযোগ । আর এই খিচুড়ি খেয়েই বার বার শিশুরা অসুস্থ হচ্ছে বলে অভিযোগ। এই কেন্দ্রে শিশুদের খাবারে ডিম দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অভিভাবকরা প্রতিবাদ করতেই তালা লাগিয়ে পালাল দিদিমনিরা। এছাড়াও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত পড়াশুনা হয় না বলে দাবী স্থানীয়দের। 

Jun 23, 2022, 1:13 PM IST

উঃ ২৪ পরগনার আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের রহিপুর গ্রামের ঘটনা। পচা, পোকা লাগা কুমড়ো, পটল, সবজি দিয়ে খিচুড়ি রান্নার অভিযোগ । আর এই খিচুড়ি খেয়েই বার বার শিশুরা অসুস্থ হচ্ছে বলে অভিযোগ। এই কেন্দ্রে শিশুদের খাবারে ডিম দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অভিভাবকরা প্রতিবাদ করতেই তালা লাগিয়ে পালাল দিদিমনিরা। এছাড়াও এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত পড়াশুনা হয় না বলে দাবী স্থানীয়দের।