রাজ কুন্দ্রা -র সঙ্গে যোগ নেই, নিউটাউন পর্ন-কাণ্ড নিয়ে মুখ খুললেন নন্দিতা

সোমবার বারাসাত আদালতে পর্ন-কাণ্ড -র দুই অভিযুক্ত। ২৯ জুলাই দমদম থেকে গ্রেফতার করা হয় দু'জনকে। নিউটাউন পর্ন-কাণ্ড নিয়ে মুখ খললেন নন্দিতা। পর্ন-কান্ড মানতে নারাজ নন্দিতা। রাজ কুন্দ্রা -র সঙ্গে তাঁদের কোনও যোগ নেই, এমনটাই বলতে শোনা গেল তাঁকে। পুলিশ সূত্রে খবর, এই ভিডিও গুলি বিভিন্ন সাইটে কারা আপলোড করত সেই বিষয়ে এখনো মুখ খোলেনি তারা। 
 

/ Updated: Aug 02 2021, 07:17 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার বারাসাত আদালতে পর্ন-কাণ্ড -র দুই অভিযুক্ত। ২৯ জুলাই দমদম থেকে গ্রেফতার করা হয় দু'জনকে। নিউটাউন পর্ন-কাণ্ড নিয়ে মুখ খললেন নন্দিতা। পর্ন-কান্ড মানতে নারাজ নন্দিতা। রাজ কুন্দ্রা -র সঙ্গে তাঁদের কোনও যোগ নেই, এমনটাই বলতে শোনা গেল তাঁকে। পুলিশ সূত্রে খবর, এই ভিডিও গুলি বিভিন্ন সাইটে কারা আপলোড করত সেই বিষয়ে এখনো মুখ খোলেনি তারা।