রাজ কুন্দ্রা -র সঙ্গে যোগ নেই, নিউটাউন পর্ন-কাণ্ড নিয়ে মুখ খুললেন নন্দিতা
সোমবার বারাসাত আদালতে পর্ন-কাণ্ড -র দুই অভিযুক্ত। ২৯ জুলাই দমদম থেকে গ্রেফতার করা হয় দু'জনকে। নিউটাউন পর্ন-কাণ্ড নিয়ে মুখ খললেন নন্দিতা। পর্ন-কান্ড মানতে নারাজ নন্দিতা। রাজ কুন্দ্রা -র সঙ্গে তাঁদের কোনও যোগ নেই, এমনটাই বলতে শোনা গেল তাঁকে। পুলিশ সূত্রে খবর, এই ভিডিও গুলি বিভিন্ন সাইটে কারা আপলোড করত সেই বিষয়ে এখনো মুখ খোলেনি তারা।
সোমবার বারাসাত আদালতে পর্ন-কাণ্ড -র দুই অভিযুক্ত। ২৯ জুলাই দমদম থেকে গ্রেফতার করা হয় দু'জনকে। নিউটাউন পর্ন-কাণ্ড নিয়ে মুখ খললেন নন্দিতা। পর্ন-কান্ড মানতে নারাজ নন্দিতা। রাজ কুন্দ্রা -র সঙ্গে তাঁদের কোনও যোগ নেই, এমনটাই বলতে শোনা গেল তাঁকে। পুলিশ সূত্রে খবর, এই ভিডিও গুলি বিভিন্ন সাইটে কারা আপলোড করত সেই বিষয়ে এখনো মুখ খোলেনি তারা।