বাম- কংগ্রেস জোট নিয়ে আশাবাদী হয়েও কেন সংশয়ে অধীর, দেখুন ভিডিও

  • রাজ্যে তিনটি বিধানসভার উপনির্বাচনে বাম- কংগ্রেস জোট
  • জোট নিয়ে নিজের মতামত জানালেন বহরকমপুরের সাংসদ

/ Updated: Nov 02 2019, 12:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জোট বেঁধে লড়াই করছে বাম- কংগ্রেস। জোট পক্ষে সওয়াল করলেও এখনও জোটের সাফল্য নিয়ে সংশয়ে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়্গপুর সদর কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। করিমপুর আসনে লড়ছে বামফ্রন্ট। অন্যদিকে কালিয়াগঞ্জ এবং খড়্গপুরে লড়ছে কংগ্রেস। শুক্রবার বহরমপুরে অধীরবাবু বলেন, 'কালিয়াগঞ্জ এবং খড়্গপুর কংগ্রেসের ভাল ফল করা উচিত। আবার করিমপুরেও মানুষ তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ। ফলে জোট বেঁধে লড়লে ফল অবশ্যই ভাল ফল করা উচিত।'

জোট নিয়ে আশাবাদী হলেও অবশ্য জোটের সাফল্য নিয়ে সংশয়ে রয়েছেন অধীর চৌধুরী। লোকসভায় কংগ্রেসের দলনেতা স্বীকার করে নিয়েছেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে জোট হলেও দু' পক্ষেরই সাংগঠনিক দুর্বলতা রয়েছে। পাশাপাশি অধীরবাবু বলেন, আর্থিক সামর্থ্যের দিক থেকেও তৃণমূল এবং বিজেপি-র থেকে পিছিয়ে রয়েছেন তাঁরা। ফলে এই ঘাটতি পূরণ করতে অবিলম্বে বাম এবং কংগ্রেস সমর্থকদের একসঙ্গে নির্বাচনের কাজে নেমে পড়ার আবেদন জানিয়েছেন অধীর চৌধুরী।