বিজ্ঞাপনে বাধা , বর্ধমানের স্বস্তিপল্লিতে নির্বিচারে কাটা পড়ছে গাছ

বিজ্ঞাপন দেখা যাচ্ছে না তার জন্য নির্বিচারে চলছে গাছ কাটা। এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বর্ধমানের জাতীয় সড়কের ধারে স্বস্তিপল্লি এলাকার ঘটনা।  ৮-৯  বছরের পুরনো এই গাছ।  এক দিকে যখন সরকার গাছ লাগান প্রাণ বাঁচান কর্মসূচি নিয়েছে তখন বিজ্ঞাপন দেখার জন্য চলছে গাছ কাটা। এলাকাবাসীদের অভিযোগ , বার বার বারণ করলেও শোনা হচ্ছে না কথা।

/ Updated: Nov 05 2019, 04:19 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিজ্ঞাপন দেখা যাচ্ছে না তার জন্য নির্বিচারে চলছে গাছ কাটা। এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বর্ধমানের জাতীয় সড়কের ধারে স্বস্তিপল্লি এলাকার ঘটনা।  ৮-৯  বছরের পুরনো এই গাছ।  এক দিকে যখন সরকার গাছ লাগান প্রাণ বাঁচান কর্মসূচি নিয়েছে তখন বিজ্ঞাপন দেখার জন্য চলছে গাছ কাটা। এলাকাবাসীদের অভিযোগ , বার বার বারণ করলেও শোনা হচ্ছে না কথা। বিজ্ঞাপনদাতাদের  কাছ থেকে টাকা নিয়ে ক্লাবের সদস্যরা গাছ কাটছে। ক্লাবের সদস্য জানিয়েছেন, গাছটা রাখার জন্য বিজ্ঞাপন চোখে পড়ছে না। সেকারণে নির্দিষ্ট গাছ কেটে তার বদলে অন্য জায়গায় গাছ লাগানো হয়েছে।