অ্যাডমিট কার্ড আত্মহত্যার চেষ্টা মাধ্যমিক পরীক্ষার্থীর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিলল অ্যাডমিট

সোমবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা। স্কুলের গাফিলতির জেরেই অ্যাডমিট কার্ড না পাওয়ার অভিযোগ। ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা বাসিন্দা মির্জানা খাতুন। অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করে মির্জানা। 

/ Updated: Mar 07 2022, 12:47 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা। স্কুলের গাফিলতির জেরেই অ্যাডমিট কার্ড না পাওয়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বাসুলডাঙ্গা এলাকার এবারের মাধ্যমিক পরীক্ষার্থী মির্জানা খাতুন, ডায়মন্ড হারবার গার্লস স্কুলের পড়ুয়া মির্জানা। স্কুলের সমস্ত পরীক্ষা দিলেও মাধ্যমিক পরীক্ষার এডমিট স্কুলে আনতে গেলে স্কুল কর্তৃপক্ষ তাকে জানায় তার অ্যাডমিট আসেনি। কারণ হিসেবে তাঁকে জানান হয়, সে নাকি ফর্মে সই করেনি। এরপর থেকে বারেবারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোন সাহায্য সহযোগিতা করেনি স্কুল। অন্যদিকে ছাত্রীকে ভয় দেখিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় স্কুলের তরফে এমনটাই অভিযোগ তার। পাশাপাশি জানানো হয় এই বিষয়টি কাউকে না জানানোর। আর সেই কারণেই মানসিক অবসাদে রবিবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ছাত্রী। ডায়মন্ড হারবারের বাসুলডাঙার বাসিন্দা মির্জানা খাতুন। অ্যাডমিট কার্ড না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করে মির্জানা। ঘটনা জানাজানি হতেই বিশেষ পদক্ষেপ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মিলল অ্যাডমিট কার্ড। পরীক্ষায় বসতে পেরে খুশি মির্জানা।