তৃণমূলের খাস তালুকে আম আদমি পার্টির পোস্টার

পঞ্জাবে বিপুল ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। এবার এই পার্টিরই পোস্টার দেখা গেল বঙ্গে। তৃণমূলের খাস তালুকে দেখা গেল আপ-এর পোস্টার। বারাসাতের নবপল্লিতে দেখা গেল পোস্টার। পঞ্চায়েত নির্বাচনেও এবার দেখা যাবে এই দলকে। বিভিন্ন জায়গায় এই দল প্রার্থী দেবে বলে জানা গিয়েছে।

/ Updated: Mar 12 2022, 07:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পঞ্জাবে (Punjab) বিপুল ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। এবার এই পার্টিরই পোস্টার দেখা গেল বঙ্গে। তৃণমূলের (Trinamool) খাস তালুকে দেখা গেল আপ-এর পোস্টার। বারাসাতের (Barasat) নবপল্লিতে দেখা গেল পোস্টার (poster)। পঞ্চায়েত নির্বাচনেও এবার দেখা যাবে এই দলকে। বিভিন্ন জায়গায় এই দল প্রার্থী দেবে বলে জানা গিয়েছে। পঞ্জাবে (Punjab election) আম আদমি পার্টির সরকার গড়ে ফেলার পর পশ্চিমবঙ্গে আম আদমি পার্টির পোস্টর পড়তে শুরু করল। উত্তর ২৪ পরগনা জেলার (North 24 pargana district) বারাসাত নবপল্লী ৭/৮  নম্বর ওয়ার্ড যেখানে  তৃণমূল এর  খাসতালুক সেখানেই আম আদমি পার্টির পোস্টার দেখা গেল। উল্লেখ্যোগ্য ভাবে  স্লোগান করা হচ্ছে নোংরা রাজনীতিকে (politics) করতে সাফ  বাংলায় এবার আসছে আপ। পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টির কনটেস্ট করবে বিভিন্ন জায়গাতে তারা প্রার্থী দেবে এমনটাই দাবি তাদের।