Sunderban Royal Bengal Tiger- আচমকাই সামনে বাঘ, সুন্দরবনে ফের দেখা মিলল বাঘের

বঙ্গে অনেকটাই নেমেছে পারদ। রাজ্য জুড়ে রয়েছে শীতের আমেজ। ইতিমধ্যেই সুন্দরবনে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন। সুন্দরবনে গিয়েই এবার বাঘের দেখা পেলেন পর্যটকরা। বৃহস্পতিবার দুপুরে বাঘের দেখা পান ১১ সদস্যের পর্যটক দল। সুন্দরবনের সজনেখালি রেঞ্জের পিরখালি ৫ নম্বর জঙ্গলে দোবাঁকি খালের কাছে বাঘের দেখা মেলে বাঘটির। সুন্দরবনে বেড়াতে গিয়ে বড় প্রাপ্তি বলেই মনেই করছেন পর্যটকরা। তবে জলের মধ্যে দিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পরে বাঘটি। এর আগে তবে দীপাবলির (Diwali) সকালে সুন্দরবনের (Sunderban) একটি গ্রামে দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা পঞ্চায়েতের বসিরহাট ফরেস্ট রেঞ্জের অন্তর্গত ঝিঙ্গাখালি বিটের শকুনখালীর জঙ্গলে দেখা গিয়েছিল বাঘটিকে। একেবারে সুন্দরবন ঘেঁষা গ্রাম কালীতলায় এই বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক ও গ্রামবাসীরা। যদিও দীপাবলির দিন বাঘ দেখতে পাওয়ায় তা বাড়তি পাওনা বলেই মনে করেছেন পর্যটকরা। এদিন আরও একবার দেখা মিলল বাঘের। দূর থেকেই বাঘের ভিডিও ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা।

Share this Video

বঙ্গে অনেকটাই নেমেছে পারদ। রাজ্য জুড়ে রয়েছে শীতের আমেজ। ইতিমধ্যেই সুন্দরবনে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন। সুন্দরবনে গিয়েই এবার বাঘের দেখা পেলেন পর্যটকরা। বৃহস্পতিবার দুপুরে বাঘের দেখা পান ১১ সদস্যের পর্যটক দল। সুন্দরবনের সজনেখালি রেঞ্জের পিরখালি ৫ নম্বর জঙ্গলে দোবাঁকি খালের কাছে বাঘের দেখা মেলে বাঘটির। সুন্দরবনে বেড়াতে গিয়ে বড় প্রাপ্তি বলেই মনেই করছেন পর্যটকরা। তবে জলের মধ্যে দিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পরে বাঘটি। এর আগে তবে দীপাবলির (Diwali) সকালে সুন্দরবনের (Sunderban) একটি গ্রামে দেখা মেলে রয়েল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা পঞ্চায়েতের বসিরহাট ফরেস্ট রেঞ্জের অন্তর্গত ঝিঙ্গাখালি বিটের শকুনখালীর জঙ্গলে দেখা গিয়েছিল বাঘটিকে। একেবারে সুন্দরবন ঘেঁষা গ্রাম কালীতলায় এই বাঘ দেখে আতঙ্কিত হয়ে পড়েন পর্যটক ও গ্রামবাসীরা। যদিও দীপাবলির দিন বাঘ দেখতে পাওয়ায় তা বাড়তি পাওনা বলেই মনে করেছেন পর্যটকরা। এদিন আরও একবার দেখা মিলল বাঘের। দূর থেকেই বাঘের ভিডিও ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা।

Related Video