বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মাংস দিয়ে ভোটের প্রচারের অভিযোগ

সাধারণ মানুষকে মাংস দিয়ে ভোটের প্রচারের অভিযোগ। অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। মাংস দিয়ে ভোটের প্রচারের ভিডিও ভাইরাল। পুরুলিয়া পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ডে ঘটেছে এমন ঘটনা। গত রবিবার সেখানে এই ভাবেই ভোটের প্রচার করার অভিযোগ। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ বিজেপি প্রার্থী।

/ Updated: Feb 23 2022, 04:52 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত রবিবার পুরুলিয়া পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ডের প্রচারে ওই ওয়ার্ডের বিধায়ক তথা বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় ভোটারদেরকে মুরগির মাংস বিলির মাধ্যমে প্রভাবিত করার অভিযোগ করেছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নবেন্দু মাহালি। ভোট প্রচারের সময় বিজেপি প্রার্থীর মাংস বিলি করার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওয় দেখা গিয়েছে বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় বাড়ি বাড়ি প্রচার করছেন। আর তার পেছনে থলেতে করে মাংস নিয়ে যাচ্ছেন জনৈক মহিলা। তাঁকে জিজ্ঞেস করতেই তিনি জানান কাল্টুদা (সুদীপ মুখোপাধ্যায়) পাড়ার সবাইকে মাংস দিয়েছে। আরেকজনের থলেতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি প্লাস্টিকের ক্যারি ব্যাগে মাংস রয়েছে। ১৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় ওরফে কাল্টুর বিরুদ্ধে মাংস দেওয়ার অভিযোগে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে ঘটনার বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী নবেন্দু মাহালি সরাসরি বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, এখানে যিনি বিজেপির প্রার্থী এলাকায় তার সঙ্গে কোনও জনসংযোগ নেই। এলাকার মানুষের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই তিনি পাড়ায় পাড়ায় বস্তি এলাকায় বিভিন্ন ভাবে প্রভাবিত করছেন। কোথাও মহিলাদেরকে বলছেন কত কেজি মাংস লাগবে তোমরা ফিস্ট করো। কোথাও নেশাগ্রস্তদের  মদ খাওয়ার ব্যাবস্থা করছেন। কোথাও খাসির মাংস কোথাও মুরগির মাংস দিয়ে উনি ভোট আদায় করার চেষ্টা করছেন। যদিও মুরগির মাংস বিলি করে ভোটারদের প্রভাবিত করার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেন বিজেপি প্রার্থী।