Crime in West Midnapore: পরকীয়ায় বাধা, শিশুকন্যাকে খুন করলেন খোদ মা

দু'বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। পরকীয়ায় বাধার জেরেই শিশুকন্যাকে খুনের অভিযোগ। শনিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের উত্তরবাড় গ্রামে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 

Share this Video

দু'বছরের শিশুকন্যাকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। পরকীয়ায় বাধার জেরেই শিশুকন্যাকে খুনের অভিযোগ। শনিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের উত্তরবাড় গ্রামে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে শিশুর মা এবং তাঁর প্রেমিককে। রবিবার তাঁদের আদালতেও তোলা হয়। মায়ের দাবি, স্তন্যদানের সময় খুন করেন তিনি। স্থানীয়দের দাবি, মহিলা প্রথমে খুনের কথা স্বীকার করেননি। স্থানীয়দের দাবি, প্রথমে তিনি বলেন খেলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পরে অবশ্য তিনি খুনের কথা স্বীকার করে নেন। প্রতিবেশীদের অনুমান প্রেমিকের সঙ্গে মিলেই এই খুন। প্রসঙ্গত, মৃত ২ বছরের শিশুর নাম দীপ্তি জানা, মায়ের নাম পূজা জানা। শিশুর বাবা দেবাশীষ জানা পেশায় রাজমিস্ত্রি। কিছুদিন আগেই কর্মসূত্রে আন্দামানে গিয়েছেন তিনি। শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। 

Related Video