দুর্নীতির প্রতিবাদ করায় সিপিএম নেতা-কর্মীদের মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সিপিএম -কে সভা করতে না দেওয়ার অভিযোগ। দুর্নীতির প্রতিবাদ করায় সিপিএম নেতা কর্মীদের মারধর। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
নিজেদের দুর্নীতি ঢাকতে সিপিএমকে সভা করতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম কর্মী-সমর্থকদের মারধর করারও এলাকা ছাড়া করারও অভিযোগ ওঠে। বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের আমডোল পঞ্চায়েতের লম্বাপাড়া গ্রামের ঘটনা। ওই গ্রাম লাগোয়া শিবরামপুরের পেশায় রাজমিস্ত্রি আনারুল শেখের আবাস যোজনার বাড়ি অনুমোদনের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর চার বছর কেটে গেলেও বাড়ি না মেলার অভিযোগ। এই নিয়েই দুর্ণীতির অভিযোগ ওঠে। এরই প্রতিবাদ করতে গেলে সিপিএম কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ।