বালিজুড়ি গ্রামে অমিত শাহ, মধ্যাহ্নভোজন এবার কৃষক পরিবারের সঙ্গে

  • আদিবাসী ও মতুয়ার পর এবার কৃষক পরিবারে
  • মধ্যাহ্নভোজনে পৌছে গেলেন বালিজুড়ি গ্রামে
  • একাধিক কর্মসূচের পর অবশেষে সেখানে পৌঁছলেন তিনি
  • সেখানে মহিলারা স্বাগত জানান তাঁকে   

/ Updated: Dec 19 2020, 02:48 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে একাধিক কর্মসূচির মাঝেই কৃষক পরিবারে তাঁর মধ্যাহ্নভোজন। কৃষক পরিবারে তাঁর মধ্যাহ্নভোজনের কথা আগেই জানা গিয়েছিল। সেই মতই সেখানে পৌঁছিয়ে গেলেন তিনি। মেনুতে ছিল সাধারণ বাঙালি খাবার। আদিবাসী ও মতুয়ার পর এবার কৃষক পরিবারে তিনি সারলেন তাঁর মধ্যাহ্নভোজন। কৃষক সনাতন সিং -এর বাড়িতে তিনি সারলেন তাঁর মধ্যাহ্নভোজন। তার মেনুতে ছিল স্যালাড, রুটি, লাউ মুগ ডাল, ঢ্যাঁড়শ ভাজা, পটল ভাজা, শুক্তো, পোস্ত দিয়ে খসলা শাক, ভাত, উচ্ছে ভাজা, ফুলকপির তরকারি, চাটনি, দই, পাঁপড়, রসগোল্লা।