ক্ষুদিরাম বসুর ভিটেতে স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলার মাটি মাথায় নিয়েই নতুন যাত্রা শুরুর কথা জানালেন তিনি
- শহিদ ক্ষুদিরাম বসুর বাড়িতে অমিত শাহ
- পুস্প দিয়ে সম্মান জানালেন ক্ষুদিরাম বসুকে
- তার পরে ঘুরে দেখেন তাঁর জন্ম ভিটে
- সেখানে বেশ কিছু মানুষের হাতে চাদরও তুলে দেন তিনি
- সেখান থেকেই মেদিনীপুরের সভার উদ্দেশে রওনা দেন তিনি
বাংলায় এসেই একের পর এক কর্মসূচিতে ব্যস্ত স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। প্রথমেই তিনি পৌঁছিয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে। তারপর সেখানে গিয়ে তাঁকে স্বামীজির ব্যাপারে নানান তথ্য তুলে ধরতে শোনা গেল। সেখানে তিনি এও বললেন বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতি পৌঁছে দিয়েছিলেন স্বামীজি, তাই তিনি স্বামীজির আশির্বাদ নিতেই সেখানে গিয়েছেন। তারপর সেখান থেকে তিনি চলে যান ক্ষুধিরাম বসুর জন্ম ভিটেতে। সেখানে পুষ্প দিয়ে সম্মান জানালেন ক্ষুদিরাম বসুর মূর্তিতে। তার পরে তিনি সেখানে ঘুরে দেখেন তাঁর জন্ম ভিটে। সেখানে বেশ কিছু মানুষের হাতে চাদরও তুলে দেন তিনি। তার পর সেখান থেকেই মেদিনীপুরের সভার উদ্দেশে রওনা দেন তিনি।