বাড়ি-ঘর সব থাকতেও ভগ্নপ্রায় হোস্টেলে দিন কাটাচ্ছেন দম্পতি, কারণ জানলে অবাক হবেন সকলে
বাড়ি-ঘর, ছেলে-বৌমা, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার আনন্দ বাবু ও তাঁর স্ত্রী দাসী দেবীর। সব থাকতেও ভগ্নপ্রায় হোস্টেলে দিন কাটাচ্ছেন দম্পতি। মায়ার টানেই সেখানে দিন কাটাচ্ছেন এই দম্পতি। পশ্চিম বর্ধমান জেলার বারাবনি এলাকার এথরা গ্রামে এই হোস্টেল। এই স্কুলের হোস্টেলই এখন জরাজীর্ণ-জঙ্গলাবৃত। সেখানেই আজও দিন কাটাচ্ছেন এক বৃদ্ধ দম্পতি। দিনের বেলাটা সেখানেই কাটান তাঁরা আর রাত হলেই চলে যান বাড়িতে। একদিন এই হোস্টেলেই কাজ করতেন তাঁরা। তাই বাড়ি-ঘর থাকতেও কাটিয়ে উঠতে পারছেন না সেখানকার মায়া। সেই মায়ার টানেই আজও সেখানে অনেক চেষ্টা করেও তাই মায়া কাটিয়ে উঠতে পারছেন না দম্পতি।
বাড়ি-ঘর, ছেলে-বৌমা, নাতি-নাতনি নিয়ে ভরা সংসার আনন্দ বাবু ও তাঁর স্ত্রী দাসী দেবীর। সব থাকতেও ভগ্নপ্রায় হোস্টেলে দিন কাটাচ্ছেন দম্পতি। মায়ার টানেই সেখানে দিন কাটাচ্ছেন এই দম্পতি। পশ্চিম বর্ধমান জেলার বারাবনি এলাকার এথরা গ্রামে এই হোস্টেল। এই স্কুলের হোস্টেলই এখন জরাজীর্ণ-জঙ্গলাবৃত। সেখানেই আজও দিন কাটাচ্ছেন এক বৃদ্ধ দম্পতি। দিনের বেলাটা সেখানেই কাটান তাঁরা আর রাত হলেই চলে যান বাড়িতে। একদিন এই হোস্টেলেই কাজ করতেন তাঁরা। তাই বাড়ি-ঘর থাকতেও কাটিয়ে উঠতে পারছেন না সেখানকার মায়া। সেই মায়ার টানেই আজও সেখানে অনেক চেষ্টা করেও তাই মায়া কাটিয়ে উঠতে পারছেন না দম্পতি।