Bridge issue: বেহাল সেতু দিয়ে ঝুঁকির যাতায়াত, ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি পাকা সেতুর
দীর্ঘদিন ধরেই কাঠের সেতুর বেহাল দশা। অনেক বলেও পাকা সেতু তৈরি হয়নি বলে দাবি গ্রামবাসীদের। জগৎবল্লভপুর ও গোবিন্দপুর এলাকার মাঝে রয়েছে এই সেতু। পাকা সেতুর দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
দীর্ঘদিন ধরেই কাঠের সেতুর বেহাল দশা। অনেক বলেও পাকা সেতু তৈরি হয়নি বলে দাবি গ্রামবাসীদের। জগৎবল্লভপুর ও গোবিন্দপুর এলাকার মাঝে রয়েছে এই সেতু। পাকা সেতুর দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরেই সেই সেতুর বেহাল দশার জন্য সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এই কাঠের সেতু দিয়ে দীর্ঘদিন প্রানের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন। এলাকার মানুষের অভিযোগ দুর্ঘটনায় পড়ছে সাইকেল আরোহীরা। তাই পাকা কংক্রিটের সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন তারা। তবু প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ স্থানীয়দের। এলাকার যাতায়াতের কোনো উন্নয়ন না হওয়ার কারণে যথেষ্ট ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুরজ পাছালের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই বাঁশের সেতুটি বেহাল অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে মেরামতির কাজ হলেও তা স্থায়ী হয় না। সেতুর দুদিকের এলাকায় প্রায় দুশো জন মানুষের বসবাস। ঝুঁকি নিয়েই নিত্যদিন যাতায়াত করতে হয় তাদের। এলাকার পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলেই দাবি করেন তিনি। অপর এক বাসিন্দা রেনু মন্ডলের অভিযোগ করেন রাজ্যের সর্বত্র কংক্রিটের ব্রিজ তৈরি হলেও এখানে কোনো কাজ হয় নি। প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলে নি। এখানে উন্নয়নের কাজের টাকা পকেটে চলে যায়। দীর্ঘ ছয় মাস ধরে এই সেতুর হাল খারাপ। নিত্যদিন দুর্ঘটনায় পড়ছেন এলাকার মানুষ। এখন ট্রেন চালু হওয়াতে সকাল থেকেই এই সেতুতে ভিড় জমে যায়। তবু এই সেতুকে কংক্রিটের তৈরি করা নিয়ে উদাসীন প্রশাসন। এলাকার বিজেপি কর্মী সমীর ভাঁড়ার দাবি করেন তিনি ছোটবেলা থেকে এই সেতু দেখে আসছেন। প্রতি ফি বছর সেতুটি মেরামতির কাজ হলেও আবার সেটা খারাপ হয়ে যায়। কয়েকদিন আগেই এই সেতু থেকে এক ছাত্র পরে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা চাইছেন এই সেতুটিকে কংক্রিটের বানানো হোক। তাতে এলাকার মানুষ উপকৃত হবে। মানুষের অসুবিধার কথা কার্যত স্বীকার করে শাসক দলের পঞ্চায়েত সদস্য ভানু সিংহ দাবি করেন প্রতি বছরই সেতু সংস্কারের কাজ করা হয়। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয় না। তারা আগামী সোমবার একটি সভা ডেকেছেন। সেই সভাতে এই সেতুকে কংক্রিটের ঢালাই সেতুতে পরিণত করার প্রস্তাব দেবেন। সেই নিয়ে আলোচনা করা হবে।