আনিস হত্যার প্রতিবাদ ঘিরে রণক্ষেত্র পাঁচলা

আনিস হত্যা-কাণ্ডের পতিবাদ ঘিরে পুলিশ সুপারের অফিস ঘেরাও। পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বাম ছাত্র-যুব সংগঠন-এর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে জল কামান। বিক্ষোভকারীদের সামাল দিতে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী।

/ Updated: Feb 26 2022, 09:11 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আনিস হত্যা-কাণ্ডের (Anish Khan murder case) পতিবাদ ঘিরে পুলিশ সুপারের অফিস ঘেরাও। পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি বাম ছাত্র-যুব সংগঠন-এর। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে জল কামান। বিক্ষোভকারীদের সামাল দিতে মোতায়েন হয় বিশাল পুলিশ বাহিনী। মিছিল পুলিশ সুপারের অফিসের সামনে পৌঁছলে রাস্তা আটকান হয়। পুলিশের সঙ্গে বিক্ষভকারীদের বচসা বেধে যায়। কিছুক্ষণের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। সুপারের অফিসের সামনেও প্রচুর সংখ্যায় ইঁট পাথর পড়ে থাকতে দেখা যায়। পুলিশের লাঠির আঘাতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয় বলে বাম সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঠিক একইভাবে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে আহত হন কয়েকজন পুলিশকর্মী। দুপক্ষের লড়াইতে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি হয় পানিয়ারার সামনের জাতীয় সড়কে। পুলিশ সুপারের অফিস কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ অহেতুক তাদের কর্মীদের প্ররোচনা দিচ্ছে অশান্তি সৃষ্টির জন্য বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।