'এসপি-কে বলে তুলে নেব', জাল নোটের কেসে ফাঁসানোর হুমকি অনুব্রতর, দেখুন ভিডিও

  • আবারও বিতর্কে অনুব্রত মণ্ডল
  • জাল নোটের কেসে ফাঁসানোর হুমকি
  • দুবরাজপুরে দলের সভায় মন্তব্য জেলা সভাপতির
     

Share this Video

আবারও মিথ্যে মামলায় জেলে ঢোকানোর হুমকি দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাও আবার তৃণমূলেরই কর্মিসভায়। জাল নোটের মামলায় তিন বছর দলীয় কর্মীদের জেল খাটানোর হুমকি দিলেন অনুব্রত। রবিবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার কর্মী সভা করা হয় খয়রাশোলে। সেখানে দলীয় কিছু নেতার তোলাবাজি করছে বলে অভিযোগ আসে অনুব্রতর কাছে। অনুব্রতর সামনেই দলের নেতারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। যা শুনে ক্ষুব্ধ হন দলের জেলা সভাপতি। এর পরেই হুমকির সুরে তিনি বলেন, যে নেতারা তোলাবাজির সঙ্গে যুক্ত, তাঁদেরকে জাল নোটের কেস দিয়ে তিন বছরের জন্য জেলে ঢুকিয়ে দেবেন তিনি। 

অনুব্রতকে বলতে শোনা যায়, 'যারা পয়সা নিয়েছে, তাদের নামে এফআইআর করো। এসপি-কে বলে তাদের আমি উঠিয়ে দেব। সব জাল নোট কেস দিয়ে দেব, তিন বছর করে জেলে থাকবে।'

Related Video