'গাড়ি নিবি না গাঁজার কেস নিবি' কাজের লোভ দেখিয়ে গাড়ি হাতিয়ে নিতেন অনুব্রত
কাজের লোভ দেখিয়ে গাড়ি হাতিয়ে নিতেন অনুব্রত। দেহরক্ষী সায়গল হুসেনকে দিয়ে দিতেন হুমকি। গাড়ি চাইতে গেলে অনুব্রত বলতেন, 'গাড়ি নিবি না গাঁজার কেস নিবি'। অনুব্রত মণ্ডলের হুমকির কাছে কেউ সাহস করত না। অনুব্রত মণ্ডলের জন্য বেঁচে থাকাই দায় তাদের এতদিন ভয়ে কেউ মুখ খোলেনি
প্রায় ৬ ঘণ্টা ধরে ওই রাইস মিলে তল্লাশি চালিয়ে রীতিমত হতবাক তদন্তকারীরা। গ্যারাজের মধ্যে রয়েছে সারি সারি বিলাসবহুল গাড়ি। মোট ৫ টি গাড়ির মধ্যে ৪টি ছিল এসইউভি ও একটি হুড খোলা গাড়ি। প্রায় প্রত্যেকটি গাড়িতেই সাঁটানো রয়েছে তৃণমূলের ব্যাজ। রাজ্য সরকারের স্টিকারও লাগানো ছিল বলে খবর। তদন্তকারীদের সূত্রে খবর, ওই চালকলটি অনুব্রত মণ্ডলের স্ত্রী ও কন্যার নামে নথিভুক্ত রয়েছে। সেই চালকলেই মিলল দামি দামি গাড়ি। তার মধ্যে ডাব্লিউবি ৫৪ইউ ৬৬৬৬ নম্বরের ফোর্ড এন্ডেভার নামে একটি গাড়িও রয়েছে। পরিবহণ দফতরের নথি অনুযায়ী, ওই গাড়ির মালিক প্রবীর।