খড়দহ অনুপম দত্ত মামলায় আজও হলোনা চার্জ গঠন, হতাশ অনুপম দত্তের পরিবার
খড়দহ অনুপম দত্ত মামলায় ব্যারাকপুর আদালতে আজ চার্জ গঠনের কথা ছিল, কিন্তু আসামীর পক্ষে কোন উকিল না দেওয়ায় শেষ পর্যন্ত চার্জ গঠন হল না, হতাশ অনুপম দত্তের পরিবার
আজ চার্জ গঠনের কথা ছিল খড়দহ অনুপম দত্ত মামলায় | চার্জ গঠনের কথা ছিল ব্যারাকপুর আদালতে | কিন্তু আসামীর পক্ষে কোন উকিল না দেওয়ায় শেষ পর্যন্ত চার্জ গঠন হল না | ব্যারাকপুর আদালত তাদের ২৮ তারিখ পর্যন্ত সময় নির্ধারিত করেছে | হতাশ অনুপম দত্তের পরিবার | মিনাক্ষী দত্ত এই বিষয়টা নিয়ে যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে |