Malda : মালদায় ফলছে আরবিয়ান খেজুর, বিকল্প চাষে লক্ষ্মী লাভ মালদার কৃষকের
মালদা জেলা মুলত আমের জন্য বিখ্যাত। তবে এবার মালদা জেলায় আরবিয়ান খেজুর চাষ করে নতুন উপার্জনের দিশা দেখাচ্ছে বেশ কিছু চাষি ভাই। আর শুধু খেজুরই নয়, এই গাছের চারাও মোটা টাকায় বিক্রি হয়। এমনটাই জানালেন মালদার পাকুয়াহাট এলাকায় খিরিপাড়ায় কৃষক অরিন্দম রায়। অরিন্দম বাবু বলেন, 'মুলত আরবিয়ান খেজুর সৌদি আরব থেকে আসে৷' তিনি বলেন, ‘দু’বছর হল খেজুর গাছগুলো এনেছি৷ এখানে দু’ ধরনের খেজুর গাছ রয়েছে৷ আমার বাগানে ৫০০ টাকা থেকে শুরু করে ২৬০০ টাকা পর্যন্ত খেজুর রয়েছে৷’ তিনি বলেন, ‘এবার আমার দুটো গাছে ফল হয়েছে৷ এক একটি গাছে ২০ কেজি করে ফল ধরেছে৷ পরিপূর্ণ হলে দেড় কুইন্ট্যাল করে ফল হবে৷ এই খেজুর লাল রঙের হয়৷ বাংলাদেশে এই আরবিয়ান খেজুর হচ্ছে, তাহলে আমাদের মালদায় কেন চাষ হবে না।’
মালদা জেলা মুলত আমের জন্য বিখ্যাত। তবে এবার মালদা জেলায় আরবিয়ান খেজুর চাষ করে নতুন উপার্জনের দিশা দেখাচ্ছে বেশ কিছু চাষি ভাই। আর শুধু খেজুরই নয়, এই গাছের চারাও মোটা টাকায় বিক্রি হয়। এমনটাই জানালেন মালদার পাকুয়াহাট এলাকায় খিরিপাড়ায় কৃষক অরিন্দম রায়। অরিন্দম বাবু বলেন, 'মুলত আরবিয়ান খেজুর সৌদি আরব থেকে আসে৷' তিনি বলেন, ‘দু’বছর হল খেজুর গাছগুলো এনেছি৷ এখানে দু’ ধরনের খেজুর গাছ রয়েছে৷ আমার বাগানে ৫০০ টাকা থেকে শুরু করে ২৬০০ টাকা পর্যন্ত খেজুর রয়েছে৷’ তিনি বলেন, ‘এবার আমার দুটো গাছে ফল হয়েছে৷ এক একটি গাছে ২০ কেজি করে ফল ধরেছে৷ পরিপূর্ণ হলে দেড় কুইন্ট্যাল করে ফল হবে৷ এই খেজুর লাল রঙের হয়৷ বাংলাদেশে এই আরবিয়ান খেজুর হচ্ছে, তাহলে আমাদের মালদায় কেন চাষ হবে না।’