Arjun Singh: 'কংগ্রেস নর্দমায় ডুব মারুক'- বিতর্কিত মন্তব্য অর্জুনের

কংগ্রেস দলকে গঙ্গা নয়, নর্দমায় ডুবে মারার পরামর্শ দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন যেখানে কিনা নিজের রাজ্য ঠিক মতো চালাতে পারেন না, সেখানে আবার আবার দেশ।

Share this Video

কংগ্রেস এবং তৃণমূল দুই দলকেই তীব্র ভাষায় কটাক্ষ করলেন অর্জুন সিং। কংগ্রেস দলকে গঙ্গা নয়, নর্দমায় ডুবে মারার পরামর্শ দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এমনই বিতর্কিত মন্তব্য করতে শোনাগেল অর্জুন সিংকে। মুখ্যমন্ত্রী নিজের রাজ্য ঠিক মতো সামলাতে পারেননা বলেও কটাক্ষ করতে ছাড়লেন না অর্জুন সিং। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, যেখানে কিনা নিজের রাজ্য ঠিক মতো চালাতে পারেন না, সেখানে আবার আবার দেশ। সব জায়গায় দুর্নীতি চলছে, বললেন অর্জুন সিং। এখানে কোনো নিয়োগ নেই গ্রুপ ডি গ্রুপ সি ছাড়া। এছাড়াও সবুজসাথীর সাইকেল নিয়ে অর্জুন সিং এদিন বলেন, সাইকেল নিয়েও দুর্নীতি চলছে। 'যারা সাইকেল সাপলাই করছেন তাঁরা এমন সাইকেল দিচ্ছেন যে দু'দিন পরেই নিয়ে বেচে দিতে হচ্ছে', বলেন অর্জুন সিং। 

Related Video