রাজু সাহানি গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় সরকারকেই দুষলেন অর্জুন সিংহ, পার্থ ভৌমিকেরা

আমডাঙ্গা কামদেবপুর হাটের দীর্ঘদিনের সমস্যা নিয়ে বারাসত জেলাশাসক দপ্তরে মঙ্গলবার বৈঠক করে তৃণমূল শীর্ষ নেতৃত্বরা, সেখনে রাজু সাহানি গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন সিংহ, পার্থ ভৌমিকেরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় 

/ Updated: Sep 06 2022, 06:55 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বারাসত জেলাশাসক দপ্তরে  তৃণমূল শীর্ষ নেতৃত্বরা বৈঠক করে আজ | সেখনে সাংবাদিকরা  রাজু সাহানি গ্রেফতারি নিয়ে প্রশ্ন করে তাদের | অর্জুন সিংহ জানান ' রাজু সাহানি, অর্জুন সিং, পার্থ ভৌমিক দের কথা রোজ শোনা যাবে' | 'আমাদের সরকার কে মেলাইন করার জন্য এমনটা করা হচ্ছে'- অর্জুন সিংহ | পার্থ ভৌমিক জানান 'যা বোঝার বাংলার মানুষ বুঝছে'