Arms Recovered: মাটি খুঁড়তেই বেরল প্রচুর বন্দুক-কার্তুজ, ঘটনার এনআইএ তদন্তের দাবি বিজেপি নেতার

মাটি খুড়তে গিয়ে উদ্ধার বন্দুক-কার্তুজ। গোয়ালতোড়-এর বড়ডাঙা গ্রামে প্রচুর আগ্নেয়াস্ত্র। বুধবার দুপুরে নাগাদ সেখানে মাটি কাটার কাজ চলছিল। জমি সমতল করার জন্য চলছিল মাটি কাটার কাজ। মাটি কিছুটা কাটতেই উদ্ধার হয় বস্তাবন্দি ৫০-৬০টি বন্দুক।

/ Updated: Jan 20 2022, 11:56 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাটি খুঁড়ে গোয়ালতোড় থানার বড়ডাঙ্গা গ্রামে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ  উদ্ধার করল পুলিশ। বুধবার দুপুর ১ টা নাগাদ বড়ডাঙ্গা গ্রামে জমি সমতল করার জন্য চলছিল মাটি কাটার কাজ। মাটি কাটতেই মাটির ভেতর থেকে প্রায় ৫০-৬০ টি দোনালা বন্দুক বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। এছাড়াও প্রায় হাজার খানেক কার্তুজ দেখতে পেয়ে স্থানীয় মানুষজন গোয়ালতোড় থানার পুলিশকে জানায়। পুলিশ গিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করে গোয়ালতোড় থানায় নিয়ে যায়। নলবনা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় সাউ জানান, স্থানীয় মানুষ মাটি কাটতে গিয়ে বন্দুক দেখতে পেয়ে তাঁকে জানায়। তিনি গোয়ালতোড় থানায় খবরও দেন। পুলিশ বন্দুক গুলি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অনুমান  এই এলাকা থেকে কিছুটা দূরে হার্মাদ ক্যম্প ছিল। এইগুলি তাদের ব্যবহৃত অস্ত্র হতে পারে। বিজেপি নেতা গৌতম কৌড়ির অভিযোগ, কোন দেশ বিরোধী শক্তি এখানে বন্দুক রেখেছিল কী না তার জয় সঠিক তদন্তের প্রয়োজন। তিনি এই ঘটনার  এনআইএ তদন্তরও দাবি জানিয়েছেন।