খোঁজ মিলল ধৃত সন্ময়ের, কংগ্রেস নেতার বিরুদ্ধে কী অভিযোগ পুলিশের, দেখুন ভিডিও
- পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়
- সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত
ইউটিউবে মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর বক্তব্য রাখা। বৃহস্পতিবার রাতে সোদপুর থেকে রহস্যজনকভাবে ধৃত প্রাক্তন কাউন্সিলর সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগই আনল পুরুলিয়া জেলা পুলিশ। এ দিনই তাঁকে পুরুলিয়ার আদালতে পেশ করা হয়। সন্ময়বাবুর বিরুদ্ধে দু'টি জামিনঅযোগ্য ধারাতেও মামলা করেছে পুলিশ। আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, ইউটিউব চ্যানেলে সন্ময়বাবুর পোস্ট করা ভিডিও জনমানসে খারাপ প্রভাব ফেলতে পারে।
যদিও ধৃত কংগ্রেস নেতার আইনজীবী পাল্টা দাবি করেন, সন্ময়বাবুর বিরুদ্ধে ৫০৫ (১) বি এবং ৬৬ নম্বর ধারায় তথ্য প্রযুক্তি আইনে জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা যায় না। তাঁর প্রশ্ন, সন্ময়বাবুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর কিছু বললে কেন মানহানির মামলা দায়ের করা হল না? শুধু তাই নয়, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন সন্ময়বাবুর আইনজীবী। দু' পক্ষের সওয়াল জবাব শোনার পরে ধৃত কংগ্রেস নেতার সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বৃহস্পতিবার রাতে সোদপুরে এক সহকর্মীর বাড়ি থেকে আচমকাই গ্রেফতার করা হয় এই কংগ্রেস নেতাকে। তাঁর আইনজীবীর প্রশ্ন, গ্রেফতারের আগে কেন তাঁর মক্কেলকে নোটিশ দিল না পুলিশ?