Chhath Puja 2021: সাধারণ মানুষের কথা ভেবে ছট পুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারে কৃত্রিম জলাধার

দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। গোটা দেশের মানুষ মেতেছে ছট পুজোয়। আর সেই ছট পুজোতেই মেতেছে সন্তোষ মিত্র স্কোয়ার। ছট পুজোর জন্য সেখানে তৈরি হয়েছে কৃত্রিম জলাধারও। রবীন্দ্র সরোবরে যাওয়াতে এবার নিষেধাঞ্জা জারি রয়েছে। দূষণের কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয়েছে এবার রবীন্দ্র সরোবর লেক। যাতে কোনও ভাবেই মানুষ সরবরে না যায় সেই কথা ভেবেই তারা এই বব্যস্থা করেছে। প্রসঙ্গত, ছট পুজোর জন্য এবার কলকাতায় মোট ১৩২ টি ঘাটে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কলকাতা পৌরসভার পক্ষ থেকেই এই বন্দবস্ত করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই সেখানে থাকছে বিশেষ ব্যবস্থাও। করোনা এবং সরোবর বন্ধ থাকার জন্যই এবারও সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল কৃত্রিম জলাধার। গত বছরও করোনার কথা মাথায় রেখে সেখানে তৈরি হয়েছিল কৃত্রিম জমাধার। এবারও সেখানে দেখা গেল সেই একই ছবি।
 

Share this Video

দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। গোটা দেশের মানুষ মেতেছে ছট পুজোয়। আর সেই ছট পুজোতেই মেতেছে সন্তোষ মিত্র স্কোয়ার। ছট পুজোর জন্য সেখানে তৈরি হয়েছে কৃত্রিম জলাধারও। রবীন্দ্র সরোবরে যাওয়াতে এবার নিষেধাঞ্জা জারি রয়েছে। দূষণের কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয়েছে এবার রবীন্দ্র সরোবর লেক। যাতে কোনও ভাবেই মানুষ সরবরে না যায় সেই কথা ভেবেই তারা এই বব্যস্থা করেছে। প্রসঙ্গত, ছট পুজোর জন্য এবার কলকাতায় মোট ১৩২ টি ঘাটে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। কলকাতা পৌরসভার পক্ষ থেকেই এই বন্দবস্ত করে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই সেখানে থাকছে বিশেষ ব্যবস্থাও। করোনা এবং সরোবর বন্ধ থাকার জন্যই এবারও সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল কৃত্রিম জলাধার। গত বছরও করোনার কথা মাথায় রেখে সেখানে তৈরি হয়েছিল কৃত্রিম জমাধার। এবারও সেখানে দেখা গেল সেই একই ছবি।

Related Video