Chhath Puja 2021: ছট পুজোয় এবার শিলিগুড়িতেও কৃত্রিম জলাধার
দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। গোটা দেশের মানুষ মেতেছে ছট পুজোয় (Chhath Puja)। আর সেই ছট পুজোতেই মেতেছে শিলিগুড়ির (Siliguri) মানুষও। এবার কৃত্রিম ছটঘাটই ভরসা শিলিগুড়িতে ছট ব্রতীদের। গ্রিন ট্রাইব্যুনালের জন্য মহানন্দা, বালাসন, সাহু নদীতে যেতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। অনেক আন্দোলনের পর দূষণ মুক্ত ছট পূজোর আয়োজন করে ছট ব্রতীরা। তবে করোনা এবং জল দূষণের (Water pollution) কথা মাথায় রেখে বিধি নিষেধের জন্য একাধিক পরিবার মহানন্দা নদীতে জায়গা না পাওয়ায় শিলিগুড়ির গান্ধী ময়দানে প্রথম তৈরি হয় কৃত্রিম ছট ঘাট। আইনি জটিলতা কাটতে না কাটতেই করোনার (Corona) থাবার জন্য প্রশাসনের একাধিক নিয়মের জন্য, স্বাস্থ্য বিধি ও পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে বাড়ির সামনে কৃত্রিম ছট ঘাট তৈরি করে ছট মায়ের ব্রতের আয়োজন করল শিলিগুড়ির হাকিম পাড়ার সিধু কানু সরনীর ছট ব্রতীরা।
দেশ জুড়ে এখন উৎসবের আমেজ। গোটা দেশের মানুষ মেতেছে ছট পুজোয় (Chhath Puja)। আর সেই ছট পুজোতেই মেতেছে শিলিগুড়ির (Siliguri) মানুষও। এবার কৃত্রিম ছটঘাটই ভরসা শিলিগুড়িতে ছট ব্রতীদের। গ্রিন ট্রাইব্যুনালের জন্য মহানন্দা, বালাসন, সাহু নদীতে যেতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। অনেক আন্দোলনের পর দূষণ মুক্ত ছট পূজোর আয়োজন করে ছট ব্রতীরা। তবে করোনা এবং জল দূষণের (Water pollution) কথা মাথায় রেখে বিধি নিষেধের জন্য একাধিক পরিবার মহানন্দা নদীতে জায়গা না পাওয়ায় শিলিগুড়ির গান্ধী ময়দানে প্রথম তৈরি হয় কৃত্রিম ছট ঘাট। আইনি জটিলতা কাটতে না কাটতেই করোনার (Corona) থাবার জন্য প্রশাসনের একাধিক নিয়মের জন্য, স্বাস্থ্য বিধি ও পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে বাড়ির সামনে কৃত্রিম ছট ঘাট তৈরি করে ছট মায়ের ব্রতের আয়োজন করল শিলিগুড়ির হাকিম পাড়ার সিধু কানু সরনীর ছট ব্রতীরা।