কদর কমেছে মাটির প্রদীপের, দীপাবলির আগে তবুও আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পীরা

কদিন বাদেই আলোর উৎসবে মাতবে গোটা দেশের মানুষ। দীপাবলির উৎসবে সবার ঘর সেজে উঠবে আলোতে। আগে অধিকাংশ বাড়ি সেজে উঠত প্রদীপের আলোতে। এখন রকমারি আলো বাজারে আসায় চাহিদা কমেছে প্রদীপের। দীপাবলির আগে তবুও কুমোর পাড়ায় ব্যস্ততা তুঙ্গে। প্রদীপ তৈরিতে ব্যস্ত এখন কুমোর পাড়ার মৃৎশিল্পীরা। বর্তমানে টুনি বাল্ব-এর চাহিদা বেড়েছে অনেকটাই, কমেছে মাটির প্রদীপের চাহিদা। তবুও প্রতিবছর মাটির প্রদীপ তৈরি করেন মালদহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রশিলাদহ মণ্ডলপাড়ার মৃৎশিল্পীরা। 

/ Updated: Oct 26 2021, 12:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক'দিন বাদেই আলোর উৎসবে মাতবে গোটা দেশের মানুষ। দীপাবলির উৎসবে সবার ঘর সেজে উঠবে আলোতে। আগে অধিকাংশ বাড়ি সেজে উঠত প্রদীপের আলোতে। এখন রকমারি আলো বাজারে আসায় চাহিদা কমেছে প্রদীপের। দীপাবলির আগে তবুও কুমোর পাড়ায় ব্যস্ততা তুঙ্গে। প্রদীপ তৈরিতে ব্যস্ত এখন কুমোর পাড়ার মৃৎশিল্পীরা। বর্তমানে টুনি বাল্ব-এর চাহিদা বেড়েছে অনেকটাই, কমেছে মাটির প্রদীপের চাহিদা। তবুও প্রতিবছর মাটির প্রদীপ তৈরি করেন মালদহ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রশিলাদহ মণ্ডলপাড়ার মৃৎশিল্পীরা। 

Read more Articles on