মালদার চাঁচলের বিজেপি নেত্রীর উপর হামলা, অভিযোগের তিরে বিদ্ধ তৃণমূল

মালদার চাঁচলের মালাতি পুরে বিজেপি নেত্রীর পর অতর্কিতে হামলা চালাল দুষ্কৃতীরা,  অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে,  চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি ওই বিজেপি নেত্রী
 

Share this Video

মালদার চাঁচলের মালাতি পুরে বিজেপি নেত্রীর উপর অতর্কিতে হামলা | ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যার | অভিযোগের তিরে বিদ্ধ তৃণমূল | জানা গেছে, মুখে কালো কাপড় বেঁধে দুইজন দুষ্কৃতী বাড়ির ভিতরে ঘরে প্রবেশ করে প্রথমে মারধর করে তারপর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে ওই মহিলাকে | গলায় ও বুকে আঘাত লাগে বিজেপি নেত্রীর | এরপর চাঁচলের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয় ওই নেত্রীকে | নেত্রীর স্বামীর অভিযোগ, তৃণমূলের মদতে হামলা চালানো হয়েছে

Related Video