Bank strike: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে বাঁকুড়ায় ধর্মঘট

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘট। দেশ জুড়ে চলছে ব্যঙ্ক কর্মীদের প্রতিবাদ। দু'দিনের ধর্মঘটের প্রথমদিনে প্রভাব পড়ল বাঁকুড়ায়। দু'দিনের ধর্মঘটে বন্ধ রয়েছে সমস্ত ব্যঙ্ক এবং এটিএম।

/ Updated: Dec 16 2021, 11:53 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের প্রতিবাদে শুরু হয়েছে ব্যাঙ্ক ধর্মঘট। ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এর ডাকা দু'দিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিন ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়া জেলায়। জেলার রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির পাশাপাশি জেলার বেসরকারি ব্যাঙ্কগুলির শাখাগুলির দরজাও বন্ধ দেখাগেল এদিন। বন্ধ রয়েছে সমস্ত এটিএম কাউন্টারও। সকাল থেকে বাঁকুড়া স্টেট ব্যাঙ্কের শাখার সামনে ধর্মঘটীরা অবস্থান বিক্ষোভ শুরু করেছে। এই ধর্মঘটের জেরে দু'দিন ব্যাঙ্কিং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বহু সাধারণ মানুষকে। তবে ধর্মঘটের কথা আগেই জানানো হয়েছিল বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ব্যাঙ্কগুলির ধর্মঘটীদের দাবি অবিলম্বে কেন্দ্র সরকারকে ব্যাঙ্ক বেসরকারিকরণের বিল পেশের সিদ্ধান্ত থেকে সরে যেতে হবে, না গেলে সেক্ষেত্রে দেশ জুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তাঁরা।