'দেউলিয়া সরকার, NCC-র অর্থ বন্ধ, কিছুদিনের পরে বেতন দিতে পারবে না' মন্তব্য শুভেন্দু অধিকারী'র

সোনারপুরে তৃনমূলকে আক্রমণ শুভেন্দু-র। নাম না করেই শুভেন্দু অধিকারী বলেন, 'শব্দবাজী বন্ধ হয়েছে, বোমাবাজি বন্ধ হয়নি। দেউলিয়া সরকার, NCC-র অর্থ বন্ধ। এরা কিছুদিনের পরে বেতন দিতে পারবে না। মানিক ৭৫ নিয়েছে আর ২৫ শান্তিনিকেতনে দিয়েছে। তৃণমূলের কর্মসূচী 'চলো গ্রামে যাই'-কে কটাক্ষ শুভেন্দুর। তিনি বলেন, 'ওটা চলো মাল কামাই'।

/ Updated: Oct 26 2022, 10:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোনারপুরে তৃনমূলকে আক্রমণ শুভেন্দু-র। নাম না করেই শুভেন্দু অধিকারী বলেন, 'শব্দবাজী বন্ধ হয়েছে, বোমাবাজি বন্ধ হয়নি। দেউলিয়া সরকার, NCC-র অর্থ বন্ধ। এরা কিছুদিনের পরে বেতন দিতে পারবে না। মানিক ৭৫ নিয়েছে আর ২৫ শান্তিনিকেতনে দিয়েছে। তৃণমূলের কর্মসূচী 'চলো গ্রামে যাই'-কে কটাক্ষ শুভেন্দুর। তিনি বলেন, 'ওটা চলো মাল কামাই'।