বিজেপি নেতা খুনের প্রতিবাদে ব্যারাকপুর বনধ, এক নজরে দেখে নিন সেই ছবি

  • টিটাগড়ে গুলি করে খুন বিজেপি নেতা
  • খুন হয়েছেন বিজেপি নেতা মনিশ শুক্লা
  • রবিবার রাতে খুন হন তিনি
  • তাঁর খুনের প্রতিবাদেই ব্যারাকপুর বনধেরর ডাক বিজেপির
/ Updated: Oct 05 2020, 06:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবার রাতে খুন হন বিজেপি নেতা মণীশ শুক্লা। ঘটনার সময় টিটাগড় থানার সামনে একটা চায়ের দোকানে বসে ছিলেন তিনি। সেই সময়েই দু'জন দুষ্কৃতি বাইকে করে এসে তাঁর ওপর এলোপাথারি গুলি চালায়। গুড়তর জখম অবস্থায় তাঁকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোট এলাকা। সেই সঙ্গেই সেখানে শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। খুনের ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। তৃণমূলের পোশা গুন্ডারাই খুন করেছে বলে অভিযোগ। এই মণীশ ব্যারাকপুর বিজেপি সাংসদ অর্জুন সিং -এর অন্যতম বিশ্বস্ত লোক ছিলেন। এছাড়াও তিনি নানা সামাজিক কাজ কর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। আর সেই কারণেই এক রকম ব্যারাকপুরের দাদা হয়ে উঠেছিলেন তিনি। আর সেই মণাশ শুক্লার আকস্মীক প্রয়াণে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সোমবার ১২ ঘন্টার বনধের ডাকে বিজেপির।