নৌকায় বসে গান গাইছেন বাউলরা, বিধানচন্দ্র রায় -এর স্মরণে চলল বাউল গান
- ১ জুলাই দিনটি বিধানচন্দ্ররায় -এর জন্ম এবং মৃত্যু দিন
- এই দিনটি তাই চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়
- বিধানচন্দ্র রায় -এর স্মরণে নৌকায় চেপে চলল বাউল গান
- কাঁকসার শিবপুরের অজয় নদে নৌকার মধ্যেই বসে আসর
১ জুলাই দিনটি বিধানচন্দ্র রায় -এর জন্ম এবং মৃত্যু দিন। এই দিনটি তাই চিকিৎসক দিবস হিসাবে পালিত হয়। বিধানচন্দ্র রায় -এর স্মরণে নৌকায় চেপে চলল বাউল গান। কাঁকসার শিবপুরের অজয় নদে নৌকার মধ্যেই বসে আসর। সেখানেই তাঁকে সম্মান জানিয়ে গান গাইলেন বাউলরা। কপাশে পশ্চিম বর্ধমান জেলার সীমান্তবর্তী শিবপুর অন্য প্রান্তে বীরভূম জেলার সীমান্তবর্তী জয়দেব কেন্দুলি দুই জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম অজয় নদ। সেখানে ভেঙ্গে গিয়েছে অজয়ের অস্থায়ী ব্রিজ তারপরেই শুরু হয়েছে খেয়া পরিষেবা। নিত্যদিন নৌকা বেয়ে হাজার হাজার মানুষের যাতায়াত চলছে। আর সেই সমস্ত নৌকায় যাত্রীদের একটু আনন্দ দিতেই তাঁরা গান ধরেন নৌকার মধ্যে।