পুজো এখনও অনিশ্চয়তার মুখে, আর্থিক অনটনে প্রতিমা-শিল্পীরা

  • করোনা যেন মানুষকে ভুলিয়েই দিয়েছে সামনেই পুজো
  • এখনও সংশয়ের মুখে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো
  • অন্যবার এই সময় ব্যস্ত থাকে প্রতিমা শিল্পীরা 
  • এখন তারাই অর্থ সংকটের মুখে

/ Updated: Sep 03 2020, 07:41 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা আবহে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এখন অনিশ্চয়তার মুখে। আর সেই কারণেই প্রতিমা শিল্পীরা পড়েছেন চরম সংকটে। প্রতিমা তৈরির অর্ডার প্রায় আসছেনা বললেই চলে।  
এরই মধ্যে প্রতিমা শিল্পীরা মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছেন কাজ শুরু করার জন্য। অথচ এখনও তেমন কোনও বায়না না আসায় বিপাকে পড়েছেন তাঁরা। এবার সেই নিয়েই মুখ খুললেন জগদ্দল অ্যাংলো ইন্ডিয়া লাইনের প্রতিমা-শিল্পী সুজিত পাল। আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে এখন তাঁদের। আর সেই নিয়েই এলাকার সাংসদ, বিধায়ক থেকে শুরু করে মহকুমা শাসকের কাছে চিঠি দিয়ে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সেখানকার বেশ কিছু প্রতিমা শিল্পী।