আবিরে রঙিন বেলুড় মঠের আকাশ, দোল খেলায় মাতোয়ারা সন্ন্যাসীরা

দোল খেলায় মাতোয়ারা বেলুড় মঠের সন্ন্যাসীরা। অন্যান্য বছরের মত এবারও প্রথা মেনেই দোল উৎসব হল বেলুড় মঠে। সন্ন্যাসীরা নাম কীর্তন করতে করতে রামকৃষ্ণ মন্দিরে প্রদক্ষিণ করেন। ঊষা কীর্তনের মাধ্যমে দেবতার আরাধনা করেন তাঁরা।

/ Updated: Mar 18 2022, 12:44 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দোল খেলায় মাতোয়ারা বেলুড় মঠের সন্ন্যাসীরা। অন্যান্য বছরের মত এবারও প্রথা মেনেই দোল উৎসব হল বেলুড় মঠে। সন্ন্যাসীরা নাম কীর্তন করতে করতে রামকৃষ্ণ মন্দিরে প্রদক্ষিণ করেন। ঊষা কীর্তনের মাধ্যমে দেবতার আরাধনা করেন তাঁরা। কীর্তনের সঙ্গে সঙ্গেই সন্ন্যাসীরা আবির খেলেন। তাঁরা প্রদক্ষিণ করেন মন্দির চত্ত্বর। সন্ন্যাসীদের দোল খেলা দেখতে উপস্থিত ছিলেন অনেক ভক্তরাও। দীর্ঘ দিন ধরেই দোল উৎসব পালন করা হয় বেলুড় মঠে। এদিনও প্রাচীন প্রথা মেনেই দোল খেলা হয় মঠে। তবে এই অনুষ্ঠানে শুধুমাত্র মহারাজ ও সন্ন্যাসীরাও অংশ গ্রহণ করেছিলেন। বেলুড় মঠে একাধিক অনুষ্ঠান পালন করা হয়। যার মধ্যে দোলও একটি গুরুত্বপূপ্ণ আচার হিসেবে পালন করেন সন্ন্যাসী মহারাজরা। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় আগের মত স্বাভাবিক ছন্দে ফিরছে বেলুড় মঠ। দর্শনার্থীদের জন্য করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম বিধি খেলে খুলে দেওয়া হয় মন্দির। বিগত দিনগুলিতে  করোনাভাইরাসের সংক্রমণের জন্য বারবার বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির। অনেক ভক্তই উৎসবের বিশেষ দিনগুলিতে মন্দিরে যেতে না পেরে হতাশ হয়েছিলেন।