বনধের দ্বিতীয় দিনে বারাসাতে অবরোধ-বিক্ষোভ, কুশপুতুল দাহ মোদীর

বনধের দ্বিতীয় দিনে বারাসাতে রাস্তা অবরোধ। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকরা। বারাসাতে চাপাডালি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখানে রাস্তার মাঝে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে চলে বিক্ষোভ। জাতীয় সড়ক অবরোধ হওয়ার জেরে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশবাহিনী এসে অবরোধ তুলে দেয়।
 

/ Updated: Mar 29 2022, 01:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকা ভারত বনধের দ্বিতীয় মঙ্গলবার। মঙ্গলবার সকাল থেকেই একাধিক জায়গায় ভারত বনধের ছবি দেখা যায়। এদিনেও উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাতে সকাল থেকেই রাস্তায় নেমে অবরোধ-বিক্ষোভ শুরু করেন বাম কর্মী সমর্থকরা। এদিন সকাল আটটা নাগাদ বারাসাতের চাপাডালি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন বনধ সমর্থনকারীরা। মিছিল শেষ হয় বারাসাতের হেলাবটতলা মোড়ে। সেখানেই সকাল সাড়ে আটটা থেকে প্রায় ১৫ মিনিট ৩৪ নম্বর জাতীয় সড়ক ও ব্যারাকপুর রোডের সংযোগস্থলে অবরোধ করে বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা। বিক্ষোভ চলাকালীন বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীরা দেশবিরোধী কাজের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন। অফিস টাইমে সাতসকালে বারাসাতের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক অবরোধ হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। পরে ঘটনাস্থলে বারাসাত থানার বিশাল পুলিশবাহিনী এসে অবরোধ তুলে দেয়।