বন্ধ ভাটপাড়া জুটমিল, শ্রমিকদের রেল অবরোধে ব্যাহত পরিষেবা

সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বন্ধ ভাটপাড়া জুটমিল। জুটমিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ কারখানার শ্রমিকরা। কাঁকিনাড়া স্টেশনে ট্রেন অবরোধ করে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিত্যযাত্রীদের সঙ্গে অবরোধকারীদের বচসা বাধে। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অবরোধের জেরে ব্যাহত ট্রেন চলাচল।
 

/ Updated: Jan 27 2022, 12:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পাটের অভাব দেখিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বন্ধ করে দিলো ভাটপাড়া রিলায়েন্স জুটমিল কতৃপক্ষ। অবিলম্বে এই মিল খোলার দাবিতে কাঁকিনাড়া রেলস্টেশনে রেল অবরোধ রিলায়েন্স জুটমিল শ্রমিকদের। এই জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন প্রায় 4 হাজার শ্রমিক। ব্যপক গণ্ডগোল স্টেশন চত্বরে। বিশাল পুলিশ বাহিনী নামে। এসেছে রেল পুলিশ। লাঠি চার্জ করে পুলিশ। অবরোধ তুলে দেওয়া চেষ্টা করছে পুলিশ। পাটের অভাব দেখিয়ে আজ সকাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে বন্ধ করে দিলো ভাটপাড়া রিলায়েন্স জুটমিল কতৃপক্ষ । সকাল ৬ টা নাগাদ মর্নিং শিফট এর শ্রমিকরা কাজে যোগদান করতে গেলে জুট মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলানো অবস্থায় দেখতে পান । এর পরেই শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। অবিলম্বে তাদের জুট মিল খোলার দাবিতে কাঁকিনাড়া রেলস্টেশনে রেল অবরোধ শুরু করে রিলায়েন্স জুটমিল শ্রমিকরা । এই জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৪ হাজার শ্রমিক। অবরোধ কে ঘিরে  কাকিনাড়া রেলস্টেশন চত্বরে ব্যপক গণ্ডগোলের সৃষ্টি হয়। নিত্যযাত্রীদের সঙ্গে অবরোধকারীদের বচসা বাধে স্টেশন চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে ভাটপাড়া থানার। বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ বাহিনীর জওয়ানরা। এরপর অবরোধকারীদের সঙ্গে অবরোধ তুলে নেবার জন্য আবেদন নিবেদন করতে থাকে কর্তব্যরত পুলিশ কর্মীরা । কিন্তু তাতে কোনো ফল না হওয়াতে বাধ্য হয়ে লাঠি চার্জ করে পুলিশ এবং অবরোধ তুলে দেয়। সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা রেল অবরোধ চলে। সাতসকালে রেল অবরোধ হয় চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা । আপ ও ডাউন লাইনে শিয়ালদা রানাঘাট শাখার বিভিন্ন স্টেশনে বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে। রেল সূত্রে খবর ট্রেন চলাচল স্বাভাবিক হতে বেলা গড়িয়ে যাবে।