Sundarban: জাওয়াদের হাত থেকে রক্ষা পেতে সুন্দরবনে ভূমি পুজো

জাওয়াদের হাত থেকে রক্ষা পেতে ভূমি পুজো। উত্তর ২৪পরগনার বসিরহাটের খাসবালান্ডা গ্রামে হয় পুজো। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ পুজো করেন। পুজোর পাশাপাশি বিরসা মুন্ডার মূর্তিতেও মাল্যদান করেন।

| Dec 04 2021, 07:15 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জাওয়াদের হাত থেকে রক্ষা পেতে ভূমি ও গাছ পুজো সুন্দরবনে। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার মেঘলা আকাশে দেখা নেই সূর্যর। ইয়াস শাহীন পর, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, বিদ্যাধরী পারে ভূমি রক্ষায় গাছ পুজোয় সম্প্রীতির বার্তা। উত্তর ২৪,পরগনা বসিরহাটের মহাকুমার সুন্দরবনের হাড়োয়া ব্লক এর খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী নদীর পাড়ে গাপতলা আদিবাসী গ্রামে, জাওয়াদ হাত থেকে রক্ষা পেতে এবার হিন্দু  ও মুসলিম উভয় সম্প্রদায় মানুষ একদিকে বিরসা মুন্ডার গলায় মালা দিয়ে, অন্যদিকে ভূমি রক্ষা গাছ পূজার মধ্য দিয়ে  বড় বিপর্যয় থেকে রক্ষা করার ডাক দিল কয়েকশো গ্রামবাসী। একদিকে ভূমি রক্ষা, অন্যদিকে আদিবাসী সাংস্কৃতিক সম্প্রীতির যে সুন্দরবনের ম্যানগ্রোভ এর গাছ তাদের যে জীবন তাও একবার স্মরণ করিয়ে দিলেন। শনিবার সকাল থেকে উলু ,শঙ্খধ্বনি, ধুপ  বটবৃক্ষকে মালা পরিয়ে চলল প্রার্থনা। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শেখ হাজী নুরুল ইসলাম, বিশিষ্ট তৃণমূল নেতা নুরুল ইসলাম আদিবাসী নেতা প্রশান্ত মাহালি, হাড়োয়া এক নম্বর ব্লক সভাপতি শফিক আহমেদ, খালেক মোল্লা বিশিষ্ট সমাজসেবী সুশান্ত বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। সুন্দরবন বাচলে, তুমি বাঁচবে এই ছিল আকুতি মনস্কামনা। তাই উপকূলবর্তী এলাকায় জাওয়াদ যখন ল্যান্ড ফল করবে তখন ইয়াশ এর মত বড় বিপর্যয় যাতে না হয়, সেই প্রার্থনা করছেন সব সম্প্রদায়ের মানুষ তাই ইয়াস শাহিনের পর সুন্দরবন যখন স্বাভাবিকের জীবনে ফিরতে চাইছে, আবার নতুন করে জাওয়াদ ঘূর্ণিঝড় রাতের ঘুম কেড়েছে। সুন্দরবন বাসি কি হবে, হতাশা ও আতঙ্ক নিয়ে রাত জাগছে জঙ্গল পাড়ের মানুষ।