করোনা আবহে নতুন কাজের দিশা দেখাচ্ছেন নদিয়ার বিধান রায়, এক নজরে দেখেনিন সেই ভিডিও
- করোনা আবহে নতুন কাজের দিশা
- পথ দেখাচ্ছেন নদিয়ার বিধান রায়
- গ্রামের মানুষদের রোজগারের এক নতুন পথ দেখিয়েছেন তিনি
- এক নজরে দেখেনিন সেই ভিডিও
করোনা কাজ কেড়েছে অনেকেরই। যার ফলে অর্থ সংকটে ভুগছেন বহু মানুষ। আর সেই সব মানুষদেরই পাশে দাঁড়িয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী বিধান রায়। লকডাউনে ঘরে বসে হাপিয়ে উঠেছিলেন তিনি, তাই ঘরে বসে না থেকে গ্রামের কিছু মানুষদের নিয়ে তিনি চাষবাসের কাজ শুরু করেন। গ্রামের তাঁর একটি ফার্ম বাড়িতে তিনি এই কাজ শুরু করেন। সেখানে শুধু ফল বা সবজি চাষই নয় সেই সঙ্গে মাছ চাষ ও হাঁস - মুরগি লালন পালনও শুরু করেছেন তিনি। তবে কোনওরকম কীটনাশক ব্যবহার না করেই তিনি এই সব চাষ-বাস করছেন। বিধানবাবু জানিয়েছেন তাঁর এই কাজ অনেক পরিবারেরই খাদ্য সমস্যা মিটিয়েছে যার ফলে এলাকার অনেক মানুষ লাভবান হয়েছেন। বিধান বাবু মনে করেন যাদের সামর্থ্য আছে তারা যদি এইভাবে এগিয়ে আসেন, তবে মানুষের অর্থকষ্ট কিছুটা হলেও দূর করা সম্ভব।